ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বদলে যাওয়া ব্যোমকেশ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ২০ নভেম্বর ২০১৬ , ০৩:৫৬ পিএম


loading/img

আসছে ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে ডিটেকটিভ চলচ্চিত্র ব্যোমকেশ পর্ব। টালিউডে গোয়েন্দা ছবির বাড়তি কাটতি রয়েছে। এরই ধারাবাহিকতায় সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর জন্য অপেক্ষা করছেন দর্শকরা।

বিজ্ঞাপন

কয়েকদিন আগে ছবির ট্রেইলার ইউটিউবে প্রকাশ হয়েছে। এরপর থেকেই নানান জল্পনা-কল্পনা চলছে ছবিটি নিয়ে। আবির, ঋত্বিক এবং সোহিনীকে অরিন্দম শীলের আগের ছবি 'হর হর ব্যোমকেশ'র মতোই দেখা গেছে। মূল গল্পে সত্যবতী না থাকলেও অরিন্দমের গল্পে সত্যবতী বিদ্যমান। অস্ত্রের চোরাকারবার রুখতে ব্যস্ত দেখাবে সত্যান্বেষী এবং কোংকে। টানটান উত্তেজনায় ভরপুর এবারের পর্বটিতে নতুন রূপে আসছেন ব্যোমকেশ। নতুন গেটআপে বডি বিলডার হয়ে হাজির অ্যাকশনে।

পরিচালক অরিন্দম শীল বলেন, বাংলা সাহিত্যে ব্যোমকেশ এমন একটা চরিত্র যে একদিকে গভীরভাবে চিন্তা করে, সত্য অন্বেষণ করে, অন্যদিকে তার সাহস, তার স্পিরিট। যা তাকে সবকিছু থেকে আলাদা করতে পেরেছে।

বিজ্ঞাপন

এবারের পর্বে দেখা যাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সমসাময়িক ঘটনা। শুটিং হয়েছে ডুয়ার্স, গরুমারা এবং খাস কলকাতায়। সুর করেছেন বিক্রম ঘোষ।

এইচএম/এমকে

বিজ্ঞাপন
Advertisement

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |